ঝিনাইদহে যুবলীগ নেতাকে পিটিয়ে জখম

0
12

নিউজ ডেস্ক:
ঝিনাইদহে আশরাফুল ইসলাম নামের এক যুবলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। গতকাল বুধবার সকালে সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের চোরকোল গ্রামে এ ঘটনা ঘটে। আহত আশরাফুল ইসলাম ওই গ্রামের মৃত আব্দুল বারিকের ছেলে ও মধুহাটি ইউপি সদস্য। এ ঘটনায় সদর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, চোরকোল গ্রামের ডালিমের বাড়ির সামনে থেকে গফফারের বাড়ি পর্যন্ত চলাচলের জন্য একটি কাচা রাস্তা তৈরি করা হয়েছে। ওই গ্রামের কায়েমের নেতৃত্বে রাস্তার পাশে পুকুর কেটে ট্রাক্টরে করে রাস্তা দিয়ে মাটি বহন করছে। যে কারণে নতুন রাস্তাটি নষ্ট হয়ে যাচ্ছে। এ ঘটনার প্রতিবাদ করায় বুধবার সকালে চোরকোল বাজার থেকে ফেরার পথে, ওত পেতে থাকা ওই গ্রামের গোলজার হোসেন, কায়েম আলীসহ পাঁচ-ছয়জন লোক তাঁর ওপর অতর্কিত হামলা চালিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেন। এ সময় তাঁর আত্মচিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ মধুহাটি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আশরাফুল ইসলামের ওপর অতর্কিত হামালার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানান। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন জানান, ‘এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’