ঝিনাইদহ সংবাদদাতাঃ ঝিনাইদহের নবগঙ্গা নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। ২০১৭-১৮ অর্থ বছরে মৎস্য অধিদপ্তর-এর রাজস্ব বাজেটের আওতায় জেলা মৎস্য বিভাগের আয়োজনে ৩৪৩ কেজি রুই, কাতলা, মৃগেল মাছের পোনা অবমুক্ত করা হয়। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার ধোপাঘাটা ব্রীজ সংলগ্ন নবগঙ্গা নদীতে এ মাছের পোনা অবমুক্ত করা হয়। এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার শাম্মী ইসলাম, কৃষি অফিসার ড. খান মোহাম্মদ মনিরুজ্জামান, মৎস্য অফিসার তিমির বরণ মন্ডল, মৎস্য সরবরাহকারী রোকনুজ্জামান রিপন ও পোনা উৎপাদনকারী সফল উদ্যোক্তা লাভলী ইয়াসমিনসহ মৎস্যজীবিরা উপস্থিত ছিলেন। এর আগে যশোর বৃহত্তর মৎস্য চাষ প্রকল্পের প্রকল্প পরিচালক হরেন্দ্রনাথ সরকার ও জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল আজিজ মাছের পোনা অবমুক্ত করেন।