জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্যের দলিল হিসেবে ইউনেস্কো স্বীকৃতি দেওয়ায় ঝিনাইদহে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ করেছে মুক্তিযোদ্ধারা। শনিবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা প্রশাসক জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আছাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, ভাষা সৈনিক আমির হোসেন মালিতা, সদর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমানসহ মুক্তিযোদ্ধারা বক্তব্য রাখেন। সেসময় বক্তারা, মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে আগামি প্রজন্মকে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।