ঝিনাইদহে বিজিবি সদস্যকে শ্বাসরোধ করে হত্যা

0
10

নিউজ ডেস্ক:ঝিনাইদহে নুরুজ্জামান (৬০) নামের অবসরপ্রাপ্ত এক বিজিবি সদস্যকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার সকালে শহরের হামদহ দাসপাড়া এলাকার নিজের বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত নুরুজ্জামান ওই এলাকার মৃত আব্দুল করিম বিশ্বাসের ছেলে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, গত রোববার দিবাগত রাত ১২টার দিকে খাবার খেয়ে নুরুজ্জামান বাড়ির ২য় তলায় ও তাঁর ছেলে শামীম হোসেন ৩য় তলায় ঘুমাতে যান। রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা নুরুজ্জামানকে শ্বাসরোধ করে হত্যা করে। গতকাল সোমবার সকালে তাঁর লাশ দেখতে পেয়ে পুলিশের খবর দেন স্বজনেরা। পরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। নুরুজ্জামান সাত মাস আগে বিজিবি থেকে অবসরগ্রহণ করেন। কী কারণে এ হত্যার ঘটনা ঘটেছে, তা তদন্তে মাঠে নেমেছে পুলিশ।