স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৪ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে ভাসানী স্মরণসভা বাস্তবায়ন কমিটি। স্মরণসভা কমিটির আহ্বায়ক হাবিবুর রহমান রিজুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক ছাত্র মৈত্রী নেতা আমিনুল ইসলাম বকুল, ঝিনাইদহ পৌরসভার সাবেক চেয়ারম্যান আনিচুর রহমান খোকা, সিনিয়র সাংবাদিক ফকির শওকত, মেহেদী উর রহমান টুটুল, সাবেক ছাত্রনেতা মুকছুদ আহমেদ, নজরুল ইসলাম, আক্তারুজ্জামান, আবুল কালাম আজাদ, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক মনিরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন হাবিবুর রহমান। এসময় বক্তারা, ভাসানীর আদর্শ বাস্তবায়ন ও তার দেখান পথে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানান। এদিকে ঝিনাইদহে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৪ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার বিকালে ঝিনাইদহ গীতান্জলী সড়কের জেলা বিএনপির কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে জেলা বিএনপি। পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি আলহাজ্জ্ব মশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুল আলিম, কেন্দ্রীয় কৃষক দলের আহবায়ক কমিটির সদস্য ও ঝিনাইদহ জেলা কৃষক দলের আহবায়ক আনোয়ারুল ইসলাম বাদশা, জেলা কৃষক দলের সদস্য সচিব লাভলুর রহমান বাবলু, হাফিজুর রহমান মাষটার,সদর থানা কৃষক দলের যুগ্ন-আহবায়ক জে.এম মাসুম হোসেন,জেলা ছাত্রদলের সভাপতি সমিনুজ্জামান সোমেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সালাম,ইমরান হোসেন প্রমূখ।এসময় বক্তারা, ভাসানীর আদর্শ বাস্তবায়ন ও তার দেখান পথে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানান।