ঝিনাইদহে পুলিশের অভিযানে ৭ জুয়াড়ি গ্রেপ্তার

0
10

নিউজ ডেস্ক:ঝিনাইদহ সদর উপজেলার বেড়বাড়ি গ্রাম থেকে সাত জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোরে পদ্মকর ইউনিয়নের অন্তর্গত ওই গ্রামে হাটগোপালপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ঝিনাইদহ সদর উপজেলার লৌহাজংগা গ্রামের আব্দুল খালেকের ছেলে আব্দুল ওহাব মোল্লা, ছয়াইল গ্রামের নুরুল হক মোল্লার ছেলে শুকুর আলী মোল্লা, একই গ্রামের আফসার মোল্লার ছেলে আইয়ুব মোল্লা, উলফাতের ছেলে ইজাজুল, হোটগোপালপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে টুকু, আমানউল্লার ছেলে রেজাউল ও তিওরদা গ্রামের তাজুল ইসলামের ছেলে টিটো মিয়া। ঝিনাইদহ সদর থানার ডিউটি অফিসার অশোক কুমার জানান, বেড়বাড়ি গ্রামের ইজাজুল হক ওরফে ইঞ্জিনের বাড়িতে নিয়মিত জুয়ার আসর বসে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ গতকাল ভোরের দিকে ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় জুয়ার সরঞ্জাম, টাকাসহ ওই সাত আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল বিকেলে গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।