জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহ সংবাদদাতাঃ বনার্ঢ্য আয়োজনের মধ্য দিয়ে আজ শুক্রবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে নিউজ টোয়েন্টিফোর চ্যানেলের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে প্রেসক্লাবের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। এরপর সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রেসক্লাবের সভাপতি এম রায়হান উদ্দিনের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ পুলিশ সুপার মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক আমিনুর রহমান টুকু,এম সাইফুল মাবুদ,প্রেসক্লাবের সাধারন সম্পাদক শেখ সেলিম ও নিজাম উদ্দিন বাবলু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নিউজ টোয়েন্টিফোর চ্যানেলের ঝিনাইদহ জেলা প্রতিনিধি শেখ রুহুল আমিন। আলোচনা সভা শেষে প্রথম বর্ষপূর্তিতে কেক কাটেন অতিথিরা। নিউজ টোয়েন্টিফোর চ্যানেলেকে অভিনন্দন জানাতে অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত স্থানীয় সংবাদ কর্মী,টেলিভিশন ক্যাবেল নেটওয়ার্কের প্রতিনিধিবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।