স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ বুধবার সকালে ঝিনাইদহের সদর উপজেলা পরিষদ মিলনায়তনে পিপলস থিয়েটার এসোসিয়েশনের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সহযোগিতায় ও অংকুর নাট্য একাডেমীর সার্বিক ব্যবস্থাপনায় সারাদেশে বছরব্যাপী স্কুল কলেজ থিয়েটারের অংশ হিসেবে দিনব্যাপী নাট্য উৎসবের আয়োজন করা হয়। দিনব্যাপী নাট্য উৎসবে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী। উৎসবে ঝিনাইদহের ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭টি নাটক প্রদর্শিত হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অংকুর নাট্য একাডেমীর সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস এর সার্বিক তত্বাবধানে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক আশরাফুল আলম এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারী নুরুন্নাহার মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ সুশেন্দ্র কুমার ভৌমিক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি একরামুল হক লিকু, বিশিষ্ট সমাজ সেবক ব্যাংকার মোসলেম আলী, গ্রুপ থিয়েটার ফেডারেশন সমন্বয় পরিষদের সভাপতি শান্ত জোয়ার্দ্দার,সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ মিজান, জেলা নাট্য সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক শাহিনুর আলম লিটন, সেন্ট্রাল ডট নেট এর পরিচালক ইসাহাক আলী, বিশিষ্ট সমাজ সেবিকা মনোয়ারা খাতুন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অশোক ধর,ফজের আলী স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ জয়া রানী চন্দ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী দিনব্যাপী নাট্য উৎসবের উদ্বোধন করেন। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে দিন ব্যাপী ঝিনাইদহের ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭টি নাটক প্রদর্শিত হয়।