ঝিনাইদহ সংবাদদাতাঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার দুই ছাত্রীকে এ্যাসিড নিক্ষেপের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার দুপুর ১২ টায় ঝিনাইদহ জেলা শহরের পোস্ট অফিস মোড়ে প্রথম আলো বন্ধসভার উদ্যোগে এক মানবন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়। মানবন্ধন শেষে তানজুল ইসলাম দিনারের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তক্য রাখেন মাসুদ রানা মিলান, সাঈক আল যামি লিসন ও মর্নিংবেল চিল্ড্রেন একাডেমীর পরিচালক শাহীনূর আলম লিটন, সাজ্জাদ আহমেদ। এসময় আরও উপস্থিত ছিলেন আজাদ রহমান, হাবিবুর রহমান প্রমূখ। বক্তাগন দুই ছাত্রীকে এ্যাসিড নিক্ষেপকারীদের গ্রেফতারের দাবি জানান।