ঝিনাইদহ সংবাদদাতাঃ ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খারী কড়াইতলা নামক স্থানে বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কড়াইতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, ঝিনাইদহ সদরের জাড় গ্রামের অমূল্য হালদারের ছেলে গোপাল কুমার (৩০), মাইদারপুর গ্রামের শামসুর রহমান (৬৫) ও তার স্ত্রী হারেজান (৫৮), কোলা গ্রামের তোফাজ্জেল হোসেন (৪০), মাইজধরপুর গ্রামের আনছার আলীর মেয়ে ইসমত আরা (২০), কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রামের আব্দুল খালেক এর স্ত্রী মমতাজ (৩৫), মাগুরার আড়পাড়ার গ্রামের দিদার বিশ্বাসের ছেলে নিকুঞ্জ কুমার (৩৫), চুয়াডাঙ্গার জীবন নগর হাসাদা গ্রামের কৃষ্ণ মন্ডলের স্ত্রী গঙ্গা রাণী (৫০), একই গ্রামের অশ্বিন কুমারের স্ত্রী অনিতা রাণী (৫৫) সহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, সকালে মাগুরা থেকে যশোরগামী ফয়সাল পরিবহনের একটি বাস ঝিনাইদহ-যশোর মহাসড়কের কড়াইতলা নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে কমপক্ষে ১৫ জন আহত হয়। ঘটনার সংবাদ পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা সেখান থেকে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে ১ জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে চিকিৎসক।