ঝিনাইদহ ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং সহ একের পর এক জরিমানা চলমান

0
17

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ 

১৩ মে ২০২০ তারিখ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয় হতে হাটগোপালপুর বাজারে তদারকি করা হয়। এসময় ক্রয় রশিদ যাচাই করা হয় ও মূল্য তালিকা সর্বদা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও প্রতিদিন হালনাগাদ করার নির্দেশনা দেয়া হয়। পাশাপাশি ব্যবসায়ীদের ন্যায্য মূল্যে পণ্যসামগ্রী বিক্রয় করার জন্য নির্দেশনা দেয়া হয়। সে সময় মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী ২টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা আরোপ ও আদায় করা হয়। পাশাপাশি টিসিবির ০২ টি ট্রাকসেল পরিদর্শন করা হয়। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।