জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ “এসো চেতনার রঙে একুশ আঁকি” শ্লোগানকে সামনে রেখে অমর একুশে ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঝিনাইদহে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে বুধবার বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১’শ ৫০ জন শিক্ষার্থী ৪ টি গ্রুপে অংশ নেয়। পরে বিকেলে শহীদ মিনার চত্বরে প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাকাহীদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মুনিম লিংকন, নিরাপদ সড়ক চাই (নিসচা) জেলা শাখার সভাপতি এ্যাড, মনোয়ারুল হক লাল, কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর সুষেন্দু কুমার ভৌমিক, শিশুকুঞ্জ স্কুল এন্ড কলেজের প্রভাষক আব্বাস আলী, সাবেক অধ্যক্ষ আমিনুর রহমান টুকু, নিসচা জেলা শাখার সহ-সভাপতি শাহিনুর আলম লিটন। অনুষ্ঠান পরিচালনা করেন বিশ্ব সাহিত্য কেন্দ্র’র জেলা ইউনিট ইনচার্জ আলমগীর হোসেন। পরে ৪ টি গ্রুপে অংশগ্রহণকারী ২০ জন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।