নিউজ ডেস্ক:ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় ওয়ার্ড আওয়ামী লীগের নেতা আলাপ হোসেন (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের ভোলায় শেখের ছেলে। গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, আলাপ হোসেন বিয়ের দাওয়াত খেয়ে নিকটস্থ বাজারে যাচ্ছিলেন।
তাঁরা হরিশংকরপুর গ্রামের মিয়া বাড়ির মোড়ে পৌঁছালে প্রতিপক্ষ চেয়ারম্যান গ্রুপের লোকজন তাঁদের কুপিয়ে জখম করেন। হামলায় আলাপ হোসেন ও নুর ইসলাম আহত হন। তাঁদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে আলাপ হোসেন মৃত্যুবরণ করেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের দলীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফারুকুজ্জামান ফরিদ ও বর্তমান ইউপি চেয়ারম্যান মাসুম গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। নিহত আলাপ হোসেন ফারুকুজ্জামান ফরিদের সমর্থক ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতা। এ ঘটনার পর এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় লুটপাট ও ভয়াবহ সংঘর্ষের আশঙ্কা করছে এলাকাবাসী।
এ ব্যাপারে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস খবরের সত্যতা নিশ্চিত করেছেন।