রিপোর্ট : ইমাম বিমান: ঝালকাঠি সদরের ” নবগ্রাম পুলিশ ক্যাম্প ” দীর্ঘ ২২ বছর ধরে জনসেবায় বাংলাদেশ পুলিশ বরিশাল বিভাগের রেইঞ্জ রিজার্ভ ফোর্স ( অার অার এফ ) পুলিশের একটি ইউনিট সদরের নবগ্রাম ইউনিয়নে নবগ্রাম বাজার সংলগ্ন খালের দক্ষিন পাড়স্থ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের দীর্ঘ প্রায় ৪০ বছর পূর্বে নির্মিত স্লুইস গেট ভবনটিতে অস্থায়ী পুলিশ ক্যাম্প হিসেবে ব্যবহারিত হচ্ছে। ঝালকাঠি জেলা পুলিশ সুপারের তত্ত্বাবধানে সদর থানার অাওতায় এই ক্যাম্পটিতে একজন রিজার্ভ ফোর্সের এস আই ক্যাম্প ইনচার্জের দায়ীত্বে এবং একজন এ এস অাই ও সৈনিক সহ মোট ২০ জন দায়িত্ব পালন করছেন। জননিরাপত্তা প্রদানে এসে মানবতর জীবন চালাতে হচ্ছে বরিশাল বিভাগের অার অার এফ পুলিশ লাইনের অধীনে কর্মরত এই পুলিশ সৈনিকদের।
বর্তমানে ভবনটি অত্যন্ত ঝুকিপূর্ন অবস্থায় অাছে। বৃষ্টি এলেই ভবনটির ছাদ বেয়ে পানি পড়ে, সৈনিকদের পরিধেয় পোষাক ভিজে যাচ্ছে পাশাপাশি অনেকের বিছানায় পানি পড়ে পোশাক ও অাসবাব পত্র ভিজে যাচ্ছে । এই অস্থায়ী ক্যাম্প বর্তমানে বসবাস অযোগ্য হয়ে পরছে শুধু তাই নয় ভবনে ছাদের বিভিন্ন স্থান থেকে ফাটল দেখা যাচ্ছে অার সেই ফাটলেরর স্থান থেকে পলেস্তার ধসে পরছে, সেই ফাটলের পলেস্তার পড়া ঠেকাতে ছাদের নিচে ভেন্টিলেটারের ফাঁকা জায়গায় সুপারি গাছ দিয়ে অাড়া টেনে তার উপরে টিন এবং গরমে বৈদ্যুতিক পাখা ঝুলানোর কাজ। এভাবে চলছে নবগ্রাম পুলিশ ক্যাম্পের সৈনিকদের মানবতর জীবন যে কোন সময় ভবনের ছাদ ধসে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে।