রিপোর্ট ঃ ইমাম বিমান: ঝালকাঠিতে ধর্ষনের পর হত্যার অভিযোগে এক ব্যক্তিকে মৃত্যুর আদেশে দিয়েছেন ঝালকাঠির নারী ও শিশু নির্যাতন বিশেষ ট্রাইব্যুনাল-২ আদালত। একই সাথে তাকে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে।
বুধবার ২৭ জুলাই দুপুরে ঝালকাঠির নারী ও শিশু নির্যাতন বিশেষ ট্রাইব্যুনাল-২ আদালত আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। মৃত্যুদন্ডপ্রাপ্ত জাহাঙ্গীর হাওলাদার ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার চরইন্দ্রপাশা গ্রামের প্রয়াত মনসুর হাওলাদারের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, ২০০৯ সালের ২০ অক্টোবর রাতে রাজাপুর উপজেলার বদরপুর গ্রামের আঁখি বেগম নামে এক তরুণীকে ধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনায় তরুণীর মা রসোনা বেগম বাদী হয়ে পর দিন থানায় মামলা করেন। পুলিশ ওই মামলায় ৪ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করে।
অভিযুক্ত অাসামী জাহাঙ্গীর জামিনে মুক্তি পেয়ে পালাতক থাকায় তার অনুপস্থিতিতে জাহাঙ্গীরের বিরুদ্ধে অানিত অভিযোগ সাক্ষ্য প্রমান প্রমানিত হওয়ায় বিজ্ঞ অাদালত পালাতক অাসামী জাহাঙ্গীরকে মৃত্যু দন্ড এবং সেই সাথে এক লক্ষ টাকা জরিমানা প্রদান করেন। বাকী তিন জন অাসামীর বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় তাদেরকে খালাস দেন বিজ্ঞ আদালত।