রিপোর্ট : ইমাম বিমান: ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায ঘুষের ৪ লাখ টাকা ফেরত চাওয়ায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আ’লীগের সভানেত্রী আফরোজা আক্তার লাইজু ও তার দলবল মিলে রাজাপুর উপজেলা যুব মহিলা লীগ নেত্রী ডলি আক্তারকে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন। করেছে নির্যাতনের শিকার পরিবার ও এলাকাবাসী।
৪ ফেব্রুয়ারী রোববার সকালে ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপি এ মানববন্ধন পালিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, রাজাপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু যুব মহিলা লীগ নেত্রী ডলি আক্তারের ছোট ভাই আল-আমিন খানকে স্থানীয় পুখরিজানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম নৈশপ্রহরী পদে ২০১৫ সালে ৪ লাখ টাকা ঘুষের বিনিময় চাকরি দেয়ার প্রতিশ্রুতি দিয়ে আলামিন কে চাকরি না দিয়ে তার পরিবর্তে অন্য একজনকে চাকরি দেয়ায় মহিলা লীগ নেত্রী ডলি আক্তার ঐ টাকা ফেরত চাইলেও তা দিতে অস্বীকার করেন আফরোজা আক্তার লাইজু ।
এ ব্যাপারে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু গত ১ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে ক্ষিপ্ত হয়ে লাইজু দলবল নিয়ে ডলি আক্তারের বাইপাস সড়কের বাসায় গিয়ে তার ওপর হামলা চালায়। আহত অবস্থায় ডলি রাজাপুর থানায় ছুঁটে আসলে পুলিশের সামনে আবারো ডলিকে বেধরক মারধর করা হয়। বর্তমানে ডলি আক্তার বরিশাল শের ই বাংলা হাসপাতালে ভর্তি রয়েছেন। মানববন্ধনে ডলির মা বকুল বেগম, ননদ শিরিন সুলতানা, ভাবি মরিয়ম বেগমসহ শতাধিক লোক অংশ নেন।