স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-
সাম্প্রতিকালে রাতের আঁধারে জনগণের কথা বিবেচনা না করে অস্বাভাবিক ভাবে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহ জেলা বাম গণতান্ত্রিক জোট এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে । গত সোমবার বিকালে ঝিনাইদহ ওয়াজির আলী স্কুল এন্ড কলেজের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলটি ঝিনাইদহের পোস্ট অফিস মোড় পায়রা চত্বর ঘুরে পায়রা চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশের করে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ঝিনাইদহ জেলার সাধারণ সম্পাদক কমরেড স্বপন কুমার বাগচী, ঝিনাইদহ জেলা বাসদের সমন্বয়ক অ্যাডভোকেট আসাদুল ইসলাম, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি মার্কসবাদী ঝিনাইদহ জেলার সাধারণ সম্পাদক কমরেড সাহিদুল এনাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঝিনাইদহ জেলার সাবেক সভাপতি কাজী ফারুক আহমেদ, ছাত্র ইউনিয়ন, ঝিনাইদহ জেলার সাবেক সভাপতি আরিফুল ইসলাম মিটুল প্রমুখ ।