বিভাগীয় কমিশনারের সাথে চুয়াডাঙ্গা ও মেহেরপুর
নিউজ ডেস্ক:দুর্নীতিমুক্ত সোনার বাংলা গড়ার প্রত্যয়, তারুণ্যের শক্তি বাংলাদেশের সমৃদ্ধি ও টেকশই উন্নয়নের লক্ষ্যমাত্রা স্থানীয়করণ বিষয়ে খুলনা বিভাগীয় কমিশনারের সাথে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা প্রশাসনের ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা:
দুর্নীতিমুক্ত সোনার বাংলা গড়ার প্রত্যয়, তারুণ্যের শক্তি বাংলাদেশের সমৃদ্ধি ও টেকশই উন্নয়নের লক্ষ্যমাত্রা স্থানীয়করণ বিষয়ে খুলনা বিভাগীয় কমিশনারের সাথে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাসের সভাপতিত্বে এ সময় খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়ার সাথে টেকশই উন্নয়ন স্থানীয়করণ বিষয়ে সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা কথা বলেন।
ভিডিও কনফারেন্সে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. খায়রুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াহ ইয়া খান, প্যানেল মেয়র একরামুল হক মুক্তাসহ সহকারি কমিশনারবৃন্দ ও সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ভিডিও কনফারেন্স চলাকালে বিভাগীয় কমিশনার জেলা প্রশাসকের নিকট জেলা প্রশাসনের সার্বিক বিষয়ে খবরাখবর নেন। সেই সাথে প্রশাসনিক কার্যক্রমকে আরো বেগবান করার জন্যও নির্দেশনা প্রদান করেন।
মেহেরপুর:
খুলনা বিভাগীয় কমিশানারের সাথে জেলা প্রশাসনের ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। ১ মার্চ ভোটার দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার ওই ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া ভিডিও কনফারেন্সে কথা বলেন। জেলা প্রশাসক আতাউল গনি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইবাদত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌফিকুর রহমান, সহকারী কমিশনার আরিফা সুলতানাসহ জেলা প্রশাসনের অনান্য কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।