মাসুদ রানা, মেহেরপুর প্রতিনিধিঃ জেলা প্রশাসক পরিমল সিংহ ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ গোলাম রসুলের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন নব-নির্বাচিত মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তাকে ফুলের শুভেচ্ছা প্রদান করেন। এরপর তিনি শুভেচ্ছা জানান জেলা পরিষদের চেয়ারম্যান অলহাজ্ব গোলাম রসুল কে। তাকেও ফুলে শুভেচ্ছা দেন তিনি। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য শাহিনুজ্জামান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী, মুজিবনগর উপজেলা যুব লীগের সভাপতি কামরুল হাসান চান্দু, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান, জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা, সাবেক যুব লীগ নেতা সাইফুল ইসলাম পল্টু, যুব লীগ নেতা ডালিম, ইয়ানুস আলী, সোহেল রানা, সাইফুল ইসলাম উজ্জ্বল, মালেক হোসেন মোহন, সারাফদ্দিন শেখ, সহ যুব লীগের নেতা-কর্মীরা।