জীবননগরে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক

0
8

নিউজ ডেস্ক:নিজেকে ম্যাজিস্ট্রেট হিসেবে পরিচয় দেওয়ায় জীবননগরের তানজির আহম্মেদ নামের এক ব্যক্তিকে ঢাকা থেকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে ঢাকা দারুস সালাম এলাকায় অভিযান চালিয়ে ওই ভুয়া ম্যাজিস্ট্রেটকে আটক করে জীবননগর থানার পুলিশ। আটক ভুয়া ম্যাজিস্ট্রেট তানজির আহম্মেদ জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। জীবননগর থানা সূত্রে জানা গেছে, তানজির আহম্মেদ এলাকার বেকার যুবকদের চাকরি দেওয়ার নাম করে তাঁদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ নিয়ে পলাতক ছিলেন। জীবননগর থানার ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ বলেন, তাঁর বিরুদ্ধে জীবননগর থানায় একাধিক অভিযোগ রয়েছে। গতকাল বুধবার তাঁকে আদালতে সোর্পদ করা হয়েছে।