জীবননগরে ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক

0
9

নিউজ ডেস্ক:জীবননগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল ফেনসিডিলসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক হওয়া ওই নারী মাদক ব্যবসায়ী হলেন যশোর সদর উপজেলার শওকরপুর গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী খাদিজা বেগমক (৩৪)। গতকাল বৃহস্পতিবার সকালে তাঁকে আটক করা হয়। জানা যায়, জীবননগর শহরের মেইন বাসস্ট্যান্ডে এক নারী ফেনসিডিল নিয়ে অবস্থান করছেন, এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় ২০ বোতল ফেনসিডিলসহ যশোর সদর উপজেলার শওকরপুর গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী খাদিজা বেগমকে (৩৪) আটক করা হয়। এ ঘটনায় জীবননগর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।