বিআরডিবির উপ-পরিচালক মো. আব্দুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসিনা মমতাজ, উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সালাউদ্দিন কাজল প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ড. কিসিঞ্জার চাকমা বলেন, বর্তমান সমাজে মেয়েদের সজাগ হতে হবে। তাদের প্রতিবাদী হতে হবে। বাল্যবিবাহ যেখানে হবে, সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিয়ে সেটা বন্ধ করতে হবে। সমাজের সবাই যদি একটু সচেতন হওয়া যায়, তাহলে বাল্যবিবাহ বন্ধ করা সম্ভব। আলোচনা সভা শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের হাতে একটি করে গাছের চারা উপহার দেন। অনুষ্ঠান পরিচালনা করেন জীবননগর উপজেলা বিআরডিবির কর্মকর্তা মো. জামিল আখতার।