চুরি ঠেকাতে বাজার কমিটি নির্বাচনের দাবি ব্যবসায়ীদের
নিউজ ডেস্ক:জীবননগর পৌর শহরে রাতের আঁধারে পাঁচটি দোকানের তালা কেটে নগদ টাকাসহ মালামাল চুরির ঘটনা হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে শহরের মেইন বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গত শুক্রবার রাতে জীবননগর বাজারের ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাড়ি চলে গেলে গভীর রাতে চোরের দল শহরে হানা দেয়। এ সময় শহরের মেইন বাসস্ট্যান্ডের মোবারকের ফলের দোকান থেকে নগদ ২১ হাজার টাকা, মুক্ত মনিকা ফল ভা-ার থেকে ১০ হাজার টাকা, রনজিৎ ফল ভা-ার থেকে ৮ হাজার টাকা, মল্লিক সুপার মার্কেটের সৈকত ইলেকট্রনিক্স থেকে ১৯ হাজার টাকা ও ১২ কয়েল বৈদ্যুতিক তার এবং একই মার্কেটের তন্নি কম্পিউটার নামের দোকান থেকে একটি ক্যামেরা চুরি করে নিয়ে যায় চোরেরা।
সৈকত ইলেকট্রনিক্সের মালিক তরিকুল ইসলাম গতকাল শনিবার বলেন, ‘আমি রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যাই আর যাওয়ার সময় দোকানের বেচাকেনা করা ১৯ হাজার টাকা ড্রয়ারে রেখে যাই। আজ সকালে দোকান খুলতে গেলে দেখি, দোকানের তালা ভাঙা রয়েছে। পরে দোকানের ভেতর ঢুকে দেখি ড্রয়ার রাখা নগদ ১৯ হাজার টাকা ও ১২ কয়েল বৈদ্যুতিক তার চুরি হয়ে গিয়েছে।’
তথ্যানুসন্ধানে জানা গেছে, জীবননগর উপজেলায় সম্প্রতি বিভিন্ন দোকানে চুরি হচ্ছে একই কায়দায়। তা ছাড়া জীবননগর শহরে বিভিন্ন এলাকা থেকে আসা িেকছু অপরিচিত ব্যক্তি বিভিন্ন ধরনের ব্যবসার ছলে বসবাস করছেন। আর এসব ব্যক্তি আসার পরই এ ধরনের চুরি সংঘটিত হচ্ছে।
ব্যবসায়ীদের অভিযোগ, জীবননগর বাজারে দীর্ঘদিন যাবৎ কোনো বাজার কমিটি না থাকায় দোকানিরা নাইট গার্ড রাখতে পারছেন না। তাই সবার দাবি, প্রশাসনিকভাবে ব্যবস্থা নিয়ে যদি একটি বাজার কমিটি নির্বাচন করা হয়, তা হলে ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পারবেন।
এ প্রসঙ্গে জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ জানান, ‘জীবননগর বাজারে চুরির ঘটনাটি আমি শুনেছি। আমরা আশা করছি, খুব দ্রুত এ চোরচক্রের সদস্যদের গ্রেপ্তার করতে পারব।’