জীবননগরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

0
9

নিউজ ডেস্ক:জীবননগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা বড়িসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার নতুন তেঁতুলিয়া গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে মিলন (২০) ও ঘোষনগর গ্রামের আব্দুল রহিমের ছেলে আব্দুল আওয়াল (২৮)। গত শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাঁদের আটক করা হয়। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর উপজেলার বাঁকা ব্রিক্স ফিল্ডের সামনে মাদকবিরোধী অভিযান চালায় জীবননগর থানার পুলিশ। এ সময় মিলন ও আব্দুল আওয়াল নামের ওই দুই ব্যক্তিকে আটক করে পুলিশ। পরে তাঁদের শরীর তল্লাশি করে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।