নিউজ ডেস্ক:জীবননগরে আবারও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে জীবননগর পৌরসভার সুবলপুর গোয়ালচারা পোলের নিকট এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১১টার দিকে জীবননগর বাজার থেকে বাড়ি ফেরার পথে সুবলপুর গোয়ালাচারা পোলের নিকট পৌছালে রাস্তার উপর কলা গাছ ফেলে হাবিবপুর গ্রামের আলতাপ হোসেনের ছেলে মিল্টনের নিকট থেকে নগদ ২৬ হাজার টাকা ও মোবাইল ফোন, একই গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে তুহিনের নিকট থেকে ১ হাজার টাকা ও মোবাইল ফোন এবং হাবিবপুর গ্রামের মৃত জিয়াউর রহমানের জামাই সাকিলের নিকট থেকে নগদ ১০ হাজার টাকা ও একটা মোবাইল ফোনসহ একটি ব্যাগ ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এতে দিশেহারা হয়ে পড়েছেন ওই তিন ব্যক্তি। এ সময় তারা চিৎকার করলে স্থানীয় জনগন ছুটে এলে ছিনতাইকারী পালিয়ে যায়। জীবননগর পৌর কাউন্সিলর আপিল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার রাতে ছিনতাইয়ের ঘটনা ঘটে এবং বিষয়টি জানাজানি হলে রাতে সুবলপুর ও হরিপুর গ্রামের সাধারণ মানুষ একত্রিত হয়ে ঘটনা স্থানে যায়। তাছাড়া প্রতি বছরে ঈদ সামনে করে এখানে ছিনতাইয়ের ঘটনা ঘটে থাকে। এ ব্যাপারে জীবননগর থানার ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ বলেন, সুবলপুর গ্রামে ছিনতাইয়ের ঘটনার বিষয়ে আমরা জানি না, তা ছাড়া এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি।