জীবননগর কাঁটাপোলে পথচারীর মর্মান্তিক মৃত্যু

0
12

নিউজ ডেস্ক:জীবননগরে মাছভর্তি মিনিট্রাকের ধাক্কায় এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার হাসাদহ ইউনিয়নের কাটাপোল গ্রামের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত পথচারী কাটাপোল গ্রামের মাঝেরপাড়ার হাবিবুর রহমানের ছেলে আব্দুর রহিম ডাবলু (৪২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকালে বাড়ি থেকে বের হয়ে আব্দুর রহিম ডাবলু রাস্তার দিকে হাঁটতে থাকেন। এ সময় দ্রুতগতিতে আসা হাসাদহ থেকে মাছভর্তি একটি পিকআপ তাকে পিছন থেকে ধাক্কা দিলে সে পিচ রাস্তার উপর পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে জীবননগর থানার ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এখন পর্যন্ত এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।