৪০ হাজার পিস ময়ুয়ের পাখনা ফেন্সিডিলসহ গরু উদ্ধার
চুয়াডাঙ্গা প্রতিনিধি : জীবননগর ও দামুড়হুদা থানার বিভিন্ন স্থানে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ময়ুরের পাখনা, ভারতীয় ফেন্সিডিল ও গরু উদ্ধার করেছে। গতকাল সোমবার পৃথক অভিযান চালিয়ে এ সকল চোরাচালান উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচাল মো. ইমাম হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল সোমবার বিকাল আনুমানিক সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার মো. শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জীবননগর থানার পেয়ারাতলা পাঁকা রাস্তা উপর হতে ৪০ হাজার পিস ময়ুরের পাখা উদ্ধার করে। উদ্ধারকৃত ময়ুরের আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।
এদিকে, গতকাল সোমবার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দলের টহল কমান্ডার নায়েক মো. রাসেল শিকদার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত মদনা গ্রামের মাঠ থেকে ৫০২ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য ২ লাখ ৮শ’ টাকা।
অপরদিকে, একইদিন সেমাবার সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত পীরপুরকুল্লা গ্রাম থেকে দু’টি গরু উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ লাখ টাকা। উক্ত ঘটনার সাথে জড়িত সন্দেহে দামুড়হুদা থানার পীরপুরকুল্লা গ্রামের নুর ইসলামের ছেলে বেল্লাল হোসেনকে (৪০) পলাতক আসামী করে হাবিলদার মো. নজরুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করে।
এদিকে, গতকাল সোমবার সকাল আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার নায়েক মো. জিল্লুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত মুন্সিপুর গ্রামের মেহগনী বাগান থেকে দু’টি গরু উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা। উক্ত ঘটনার সাথে জড়িত সন্দেহে দামুড়–হুদা থানার পীরপুরকুল্লা গ্রামের আবছাদ আলীর ছেলে মিঞা (৪৫) ও ঠাকুরপুর গ্রামের আব্বাসের ছেলে তাজমুলকে (৩০) পলাতক আসামী করে নায়েক মো. জিল্লুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করে।
উদ্ধারকৃত ৪০ হাজার পিস ময়ুরের পাখনা, ৫০২ বোতল ভারতীয় ফেন্সিডিল ও চারটি গরুর আনুমানিক সর্বমোট মূল্য ৭ লাখ ৯০ হাজার ৮ম’ টাকা। উদ্ধারকৃত ময়ুরের পাখনা চুয়াডাঙ্গা জেলা কারাগারে, ফেন্সিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে ও গরু থানায় জমা করা হয়েছে।