জাহাঙ্গীরের ৮ মাসের জেল ও ৬ লাখ টাকা জরিমানা!

0
9

চেক ডিজঅনার মামলায় জেটস্ ডেভলপমেন্ট’র ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে রায়

নিউজ ডেস্ক:গ্রাহকের কাছ থেকে নগদ ১৮ লাখ টাকা নিয়ে ফ্ল্যাট বরাদ্দ দিতে না পেরে ৬ লাখ টাকার প্রদত্ত চেক ডিজঅনারের মামলায় অভিযুক্ত জেটস্ ডেভলপমেন্ট’র ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ৮ মাসের বিনাশ্রম কারাদন্ড ও নগদ ৬ লাখ টাকা জরিমানার রায় ঘোষণা করেছে আদালত। একই সাথে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে। মামলার প্রধান আসামীর অনুপস্থিতিতেই গতকাল রোববার দুপুরে চুয়াডাঙ্গার যুগ্ম জেলা জজ (২) আদালতের বিচারক নীলা কর্মকার এই আদেশ দেন।
অভিযুক্ত জাহাঙ্গীর আলম চুয়াডাঙ্গা শহরের সাদেক আলী মল্লিকপাড়ার বাসিন্দা মৃত. এস কে আরশেদ আলীর ছেলে এবং ঢাকার রিয়েল এ্যাস্টেট প্রতিষ্ঠান জেটস্ ডেভলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।
জানা যায়, এসএম হাসিবুর রহমান বাদী হয়ে ২০১৭ সালের ৩১ জুলাই চুয়াডাঙ্গার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ১৮৮১ সনের এনআই অ্যাক্টের ১৩৮(১)(২) ধারায় মামলাটি দায়ের করেন।
মামলার বিবরণে বলা হয়, চুয়াডাঙ্গা বড়বাজারের ব্যবসায়ী এসএম হাসিবুর রহমান কিস্তিতে ফ্লাট কেনার জন্য জাহাঙ্গীর আলমের কাছে ১৮ লাখ টাকা জমা দেন। কিন্তু, ফ্লাট দিতে না পারায় টাকা ফেরত চাইলে জাহাঙ্গীর ৬ লাখ টাকার একটি চেক প্রদান করেন। এরপর টাকা উত্তোলন করতে গেলে চেকটি ডিজঅনার হয়।
আসামীর আইনজীবী আসম আব্দুর রউফ বলেন, ‘জাহাঙ্গীর আলম দেশের প্রতিষ্ঠিত রিয়েল এ্যাস্টেট ব্যবসায়ী। জরুরি কাজে ব্যস্ত থাকায় তিনি চুয়াডাঙ্গার আদালতে হাজিরা দিতে পারেননি। তার অনুপস্থিতে দেয়া একতরফা রায়ের বিষয়ে আমরা উচ্চ আদালতে যাব।’
বাদী পক্ষের আইনজীবী সেলিম উদ্দিন খান জানান, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আরো দুটি মামলা করেছেন বাদী হাসিবুর রহমান। শিগগিরই সে মামলারও রায় হবে।