সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জামিনে মুক্তি পেলেন।
আজ শুক্রবার (১২ মে) সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি। জামিনে মুক্তির পরই অসুস্থ হয়ে টুকু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসা শেষে বেলা সাড়ে ১১টার দিকে তিনি মুক্তি পান।
ইকবাল হাসান মাহমুদ টুকুর আইনজীবী এ্যাড. ইন্দ্রজিত সাহা, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল কায়েস এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ২০১০ সালে সিরাজগঞ্জের সয়দাবাদে ট্রেনে হামলা, ভাঙচুরের ঘটনায় দায়েরকৃত ৭টি মামলায় গত ১০ এপ্রিল সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন টুকু।
পরে বিচারক জাফরোল হাসান জামিনের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন। এক মাস পর আজ ইকবাল হাসান মাহমুদ টুকু জামিনে মুক্তি পেলেন।