জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অসীম সাহসিকতা ও বীরত্বের পরিচয় দেওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তাদের সংবর্ধনা দেয় বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ।
অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অসীম সাহসিকতা ও বীরত্বের পরিচয় দেওয়া মার্কেটিং বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী তুষার শেখ ও মো. রিয়াদ হোসেন তাদের ওপর হওয়া জুলুম ও অন্যায়ের কথা তুলে ধরেন।
এ সময় তারা বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে ছাত্র সমাজের ভূমিকা নিয়ে আলোচনা করেন। আন্দোলনে গুলিবিদ্ধ বিশ্ববিদ্যালয়ের ১৬তম ব্যাচের অনিক কুমার দাস তার বক্তব্যে সুস্পষ্টভাবে স্বৈরাচারী সরকারের চালানো জুলুম ও অত্যাচারের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইমরানুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্বে থাকা উপাচার্য এবং বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া। এ সময় তিনি বলেন, বৈষম্য নয় সাম্যই হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মূলমন্ত্র।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম এবং সহযোগী অধ্যাপক মাহমুদুল হাসান ফৈজী। এ সময় মার্কেটিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।