ঝিনাইদহ থেকে, জাহিদুর রহমান তারিকঃ জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল বলেছেন, সকলের কাছে অনুরোধ করবো ক্যাডার ভিত্তিক রাজনীতি পরিহার করে জনগণকে বুকে টেনে নিন। জনগণই সবচে বড় পাহারাাদার, জনগণই সবথেকে বড় সাহায্যকারী। জনগণ যদি সাথে থাকে তাহলে এসব লোকের প্রয়োজন হয় না। এত অর্থ বা এত কালো টাকার ব্যবহার প্রয়োজন হয়না, পেশি শক্তির প্রয়োজন হয় না। মঙ্গলবার সকালে ঝিনাইদহ শহরে এইচ এস এস সড়কের একটি রেষ্টুরেন্টে নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। তিনি আরও বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্টির দেওয়া ৯০ টি আসনের মধ্যে ৩০ টি আসনে তীব্র প্রতিদ্বন্ধিতা হবে। বাকি আসনগুলোতে প্রচারণা চলছে। আগামী ৭ দিন পরে আমরা বুঝতে পারবো সার্বিক পরিস্থিতি বা প্রেক্ষাপট কি। এসময় জাকের পার্টির কেন্দ্রীয় সদস্য সচিব মুরাদ হোসেন, যুগ্ম-মহাসচিব মিজানুর রহমান, ঝিনাইদহ-২ আসনে মনোনীত প্রার্থী আবু তালেব সেলিমসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।