নিউজ ডেস্ক:মেহেরপুর গাংনীর করমদিতে নবম শ্রেণির এক ছাত্রীকে চড়-থাপ্পড় মারার অপরাধে সাইদুর রহমান নামের এক যুবকের কাছ থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে মেহেরপুরের করমদি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা আদায় করা হয়। অর্থদণ্ডপ্রাপ্ত যুবক একই উপজেলার কল্যাণপুর গ্রামের বাসিন্দা ও গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে করমদি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রী স্কুলে প্রবেশের আগে সাইদুর রহমান তাকে চড়-থাপ্পড় মারে। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্ররা সাইদুর রহমানকে আটক করে। বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দিলারা রহমান। দণ্ডবিধির ৩৫৪ ধারায় ওই যুবককে দোষী সাব্যস্ত করে ৪০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা পরিশোধ ও এমন কাজ ভবিষ্যতে না করার মুচলেকা দিয়ে ছাড়া পায় কলেজছাত্র সাইদুর রহমান।