ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলা দেখে বৃদ্ধার মৃত্যু!

0
9

নিউজ ডেস্ক:চাঁদপুরের হাজীগঞ্জে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলা দেখে আতঙ্কিত হয়ে লতিফা বেগম (৬০) নামে এক বৃদ্ধা মারা গেছেন বলে দাবি করছে পরিবারের লোকজন। বুধবার বিকাল ৫টায় রাজারগাঁও ইউনিয়নের মুকন্দসর গ্রামের শেখ বাড়িতে এ ঘটনা ঘটে। মারা যাওয়া বৃদ্ধার স্বামী সিরাজুল ইসলাম শেখ বলেন, বিকালে বাজারে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলা দেখে আমার স্ত্রী আতঙ্কিত হয়ে পড়ে। পরে সন্ধ্যার দিকে মারা যান। স্থানীয় বাসিন্দারা জানান, প্রথমে ছাত্রদল একটি মিছিল নিয়ে বাজারে প্রবেশ করে। পরে ছাত্রলীগ লাঠি নিয়ে তাদের ধাওয়া করে। ছাত্রদলের কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় বেশ কটি দোকান ভাঙচুর হয়। এ ঘটনায় কেউ আহত হয়নি। হাজীগঞ্জ থানার ওসি আলমগীর হোসেন রনি বলেন, এমন কোনো অভিযোগ বা খবর আসেনি।