নিউজ ডেস্ক:
ফিল্মের জগৎ বড় মায়াবী। দূর থেকে দেখতে খুব সুন্দর। কিন্তু কাছে গেলেই অন্ধকার। তারই প্রমাণ আরও একবার মিলল সুরভিন চাওলার (Surveen Chawla) কথায়। কাস্টিং কাউচ বিতর্ক উসকে দিয়েছেন বলিউডের সাহসী অভিনেত্রী সুরভিন চাওলা। সোজাসাপ্টা ভাষায় তিনি জানিয়ে দিয়েছেন, একটি দক্ষিণি বিগ বাজেট ফিল্মে রোল দেওয়ার পরিবর্তে তাঁকে বিছানায় চেয়েছিলেন এক নাম করা পরিচালক।
৯ বছর আগে একটি ছোট কন্নড় ফিল্ম দিয়ে তাঁর ক্যারিয়ার শুরু। তারপর একতার কাপুরের মেগা সিরিয়ালে জায়গা করে নিয়েছিলেন তিনি। আজ তিনি ‘পার্চড’ নায়িকা। সুতরাং বুঝতেই পারছেন পথ কিন্তু সোজা ছিল না। তাঁকে করতে হয়েছে কঠিন সংগ্রাম। পরতে হয়েছে কাস্টিং কাউচের অভিজ্ঞতাও।
নায়িকার কথায়, ‘তামিল সিনেমা করতে গিয়ে কুখ্যাত কাস্টিং কাউচ অভিজ্ঞতার শিকার হয়েছি। অডিশনের পর আমি খুব গুরুত্বপূর্ণ একটা চরিত্র পেয়েছিলাম। ওটা খুব বড় একটা ফিল্ম ছিল। খুব নাম করা পরিচালক। যিনি নিজে হিন্দি জানেন না। তাঁর কত বড় ধৃষ্টতা, এক বন্ধুকে দিয়ে ফোন করিয়ে তিনি আমায় তাঁর সঙ্গে শোওয়ার প্রস্তাব দেন। যতদিন ফিল্মটির তৈরির কাজ চলবে ততদিন আমাকে এটা করতে হবে বলে জানান পরিচালকের বন্ধু। আমি বলি, না। ধন্যবাদ। ‘
একই সঙ্গে নায়িকা আরও বলেন, ‘আমি ভাগ্যবান যে বলিউডে আমি ঠিকঠাক মানুষদের সঙ্গ পেয়েছি। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কখনও এধরনের কুপ্রস্তাবের মুখে পড়তে হয়নি। হতে পারে আমি আমার কথাবার্তায় এতটাই স্মার্ট ছিলাম যে, কখনও কেউ কোনো কুইঙ্গিত করার সাহস দেখাননি’।