চুয়াডাঙ্গায় স্কুলছাত্রের কাছে চাঁদাবাজি, আটক ২

0
9

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদরের দৌলাতদিয়াড় টেকনিক্যাল স্কুলের দশম শ্রেণির ছাত্রের কাছ থেকে চাঁদাবাজির টাকা নিতে গিয়ে দুজন গ্রেপ্তার হয়েছেন। এ ঘটনায় ওই ছাত্রের নানা আবু বক্কর বাদী হয়ে আটক দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করলে আসামিদের গ্রেপ্তার দেখিয়ে সদর থানায় সোপর্দ করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন দৌলাতদিয়াড় এলাকার মাসুম (২২) ও জুনায়েদ (২৬)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ফার্মপাড়ার প্রবাসী গোলাম সরোয়ারের ছেলে ফাহিম হোসেন দৌলাতদিয়াড় টেকনিক্যাল স্কুলের দশম শ্রেণিতে পড়ালেখা করে। বাবা বিদেশে থাকার বিষয়টি জানতে পেরে বিভিন্ন সময় ফাহিমকে ভয়ভীতি দেখিয়ে ২৫ হাজার টাকা চাঁদা দাবি করেন দৌলাতদিয়াড় এলাকার মাসুম ও জুনায়েদ। ফাহিম বিষয়টি তার বাড়িতে জানালে তাকে ভয়ভীতি ও হুমকি-ধামকির মাত্রা বাড়িয়ে দেন তাঁরা। উপায় না পেয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে চাঁদার এক হাজার টাকা পরিশোধ করে ফাহিমের পরিবার। এ সময় বাকি ২৪ হাজার টাকা পরিশোধ করতেও হুমকি দিয়ে যান তাঁরা। পরদিন গতকাল শুক্রবার সন্ধ্যায় পর চাঁদার বাকি ২৪ হাজার টাকা নিতে ফার্মপাড়ায় ফাহিমদের বাড়ির সামনে উপস্থিত হন ওই দুই যুবক। এ সময় গোপনে পুলিশকে খবর দেয় ফাহিমের পরিবার। খবর পেয়ে চুয়াডাঙ্গা শহর ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (টিএসআই) ওহিদুল ইসলাম ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দৌলাতদিয়াড় দক্ষিণপাড়ার হেলাল ড্রাইভারের ছেলে মাসুম ও একই এলাকার মাদ্রাসাপাড়ার মাওলানা হাবিবুর রহমানের ছেলে জুনায়েদকে আটক করেন।