নিউজ ডেস্ক:চেক জালিয়াতি মামলার ৪ মাসের সাজাপ্রাপ্ত আসামী নওশাদ (৪৮) নামে একজনকে আটক করেছে চুয়াডাঙ্গা সদর ফাঁড়ি পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যার সময় বড়বাজার পূজাতলা পাড়া থেকে তাকে আটক করা হয়। পরে আটককৃত আসামীকে সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ তাকে আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানায় পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর ফাঁড়ি জানতে পারে শহরের পূজাতলা পাড়া এলাকায় একজন সাজাপ্রাপ্ত আসামী অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে শহর ফাঁড়ির টিএসআই মুহিতুর রহমানসহ সঙ্গীয় ফোর্স পূজাতলা এলকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। সে জ্বীনতলা মল্লিক পাড়ার কোমেদ আলীর ছেলে। গত ২০১৭ সালে আটককৃত আসামীর ছোট ভাই এজাদুল হক দুদুল বড় ভাইকে আসামী করে ৪ লাখ টাকার একটি চেক জালিয়াতির মামলা করে। ওই মামলাতে আদালত তাকে ৪ মাসের সাজা প্রদান করে। এরপর থেকে সে পলাতক ছিলো। গতকাল তাকে আটক করে সদর থানা হেফাজতে সোপর্দ করে সদর ফাঁড়ি পুলিশ। আজ তাকে আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানায় থানা কর্তৃপক্ষ।