চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ৮ জন আটক

0
15

নিউজ ডেস্ক:

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানে ৮ জনকে মাদকসহ আটক হয়েছেন। গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার পর থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত সদর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা গ্রামের গোলাম হোসেনের ছেলে রাজিব হোসেন (২৭), জ্বিনতলা মল্লিক পাড়ার নওশাদ আলীর ছেলে নয়ন হোসেন (২৬), লিখন (২০), সাতগাড়ী এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে নাঈম হোসেন (২৪), মনির ছেলে বিপ্লব হোসেন(১৯), বাগানপাড়ার চান মিয়ার ছেলে রুবেল (২০), মেহেরপুর সদর উপজেলার কাঠাল পোতা গ্রামের আসকার আলীর ছেলে সোহেল হোসেন (১৬) ও কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার তালবাড়ীয়া খালপাড়ার সলিম মোল্লার ছেলে ইমরুল ইসলাম (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক ছাড়ো, নতুবা এলাকা ছাড়ো। রুখে দাও মাদকের আগ্রাসন স্লোগানে চুয়াডাঙ্গা জেলাব্যাপী চলছে মাদক নির্মূলের অভিযান। তারই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) আবু জিহাদ খানের নেতৃত্বে সদর থানা পুলিশের একটি চৌকস দল মাখালডাঙ্গা ও পৌর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ৮ জনকে আটক করেন। এ সময় আটককৃতদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
ফেনসিডিল-ইয়াবাসহ ৮ জনকে আটকের সত্যতা নিশ্চত করে সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আবু জিহাদ খান বলেন, আটককৃতদের নামে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা দায়ের করেছে। একই সঙ্গে তিনি আরও বলেন, সদর থানা এলাকায় মাদক নির্মূলের অভিষ্ট লক্ষে পৌঁছাতে নিরলসভাবে কাজ করছে পুলিশ।