নিউজ ডেস্ক:মেয়াদোত্তীর্ণ, অনুমোদনহীন, ভেজাল ও মেয়াদ-মূল্যবিহীন শিশু খাদ্য বিক্রি করার অপরাধে চুয়াডাঙ্গা বড় বাজারের মেসার্স জনি স্টোরকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে নয়টা থেকে বেলা একটা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহম্মেদ এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে ফেরীঘাট রোডে মেসার্স জনি স্টোর কর্তৃক মেয়াদোত্তীর্ণ, অনুমোদনহীন এবং মেয়াদ-মূল্যবিহীন শিশু খাদ্য বাজারে সরবরাহ করার সময় অভিযান টিমের কাছে হাতেনাতে ধরা পড়ে। পরবর্তীতে তাদের গুদাম তল্লাশি করে আরও বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ভেজাল শিশু খাদ্য জব্দ করা হয়। এসব ভেজাল ও খাবারের প্যাকেটে শিশু প্রলুব্ধকারী খেলনা দেওয়া অস্বাস্থ্যকর জিনিস খেয়ে ছোট ছোট ছেলে-মেয়েরা রয়েছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে।
এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭ ও ৫১ ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে আর এ ধরণের কাজ যেন না করে সে ব্যাপারে কঠোরভাবে সতর্ক করা হয়। এ সময় জব্দকৃত আরও প্রায় লক্ষাধিক টাকার খারাপ পণ্য জনসম্মুখে ধ্বংস করা হয়। অভিযানে নিরাপত্তার দায়িত্বে ছিল চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি চৌকস টিম।