চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে যুবক আহত

0
8

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা পৌর শহরের কাঠপট্টিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাঁদ মন্ডল (৩৫) নামের এক ব্যক্তি আহত হয়েছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত চাঁদ মন্ডল চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি কানা কাঞ্চন পাড়ার জয়নাল আবেদীনের ছেলে। তার চুয়াডাঙ্গা কাঠপট্টিতে কাঠের দোকান আছে। জানা গেছে, গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে কাঠ ড্রিল করা শেষে প্রিল মেশিনের প্লাগ খুলতে গেলে অসাবধানতাবশত সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।