যুবসমাজ খেলাধুলায় সম্পৃক্ত থাকলে অপরাধ কমে যাবে
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেছেন, ‘চুয়াডাঙ্গা একটি সীমান্তবর্তী জেলা। এখানে অনেকে মাদক ও চোরাচালানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। যদি এ খেলাধুলার অঙ্গনটাকে সব সময় সক্রিয় রাখা যায় এবং তরুণ বয়সের ছেলে-মেয়েদেরকে, শিশু-কিশোর-কিশোরী তথা আমাদের যুবসমাজকে যদি খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখা যায়, তাহলে মাদক, চোরাচালানসহ বিভিন্ন অপরাধ কর্মকা-ে তাঁরা জড়াতে পারবে না। এ জন্য খেলাধুলার গুরুত্ব অনেক।’চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেছেন, ‘চুয়াডাঙ্গা একটি সীমান্তবর্তী জেলা। এখানে অনেকে মাদক ও চোরাচালানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। যদি এ খেলাধুলার অঙ্গনটাকে সব সময় সক্রিয় রাখা যায় এবং তরুণ বয়সের ছেলে-মেয়েদেরকে, শিশু-কিশোর-কিশোরী তথা আমাদের যুবসমাজকে যদি খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখা যায়, তাহলে মাদক, চোরাচালানসহ বিভিন্ন অপরাধ কর্মকা-ে তাঁরা জড়াতে পারবে না। এ জন্য খেলাধুলার গুরুত্ব অনেক।’গতকাল শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গা সদরের বেগমপুর ইউনিয়নের নেহালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তইউনিয়ন জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (অনূর্ধ্ব-১৭) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধনকালে জেলা প্রশাসক এসব কথা বলেন।উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক আরও বলেন, ‘৯০-এর দশকে আমাদের ফুটবল অঙ্গনে রমরমা ভাব ছিল। আমরা আবাহনী-মোহামেডান বলে গলা ফাটাতাম। এ দলগুলোর খেলার দিন এলেই গ্রাম-গঞ্জে মানুষ একটা সাদা-কালো টিভি নিয়ে বসে যেত। খেলা দেখার একপর্যায়ে সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হত। বিভিন্ন কারণে সেই দেশীয় ফুটবলের আর জয়জয়কার নেই। তবে আমি আশাবাদী, বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মধ্য দিয়ে অনেক ভালো খেলোয়াড় বেরিয়ে আসবে। যারা ভবিষ্যতে আমাদের দেশীয় ফুটবলকে নেতৃত্ব দেবে এবং অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।’ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াশীমুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সীমা শারমিন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এনডিসি সিব্বির আহমেদ, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাহাজাদী আলম মিলি, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাবিলা রুখছানা ছন্দা, বেগমপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন, পদ্মবিলা ইউপি চেয়ারম্যান আবু তাহের, শংকরচন্দ্র ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান, কুতুবপুর ইউপি চেয়ারম্যান আবু হাসানুজ্জামান মানিক এবং তিতুদহ ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন মহিলা লীগের নেত্রী লাইলা শিরিন, শম্পা ফেরদৌসী প্রমুখ।উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন বেগমপুর ইউপি সচিব আসাবুল হক মাসুদ। পরে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসকসহ অতিথিরা। এরপর স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের মধ্যে ১০টি বাইসাইকেল বিতরণ করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। উদ্বোধনী দিনের একমাত্র ম্যাচে মুখোমুখি হয় পদ্মবিলা লায়ন একাদশ ও মোমিনপুর টাইগার একাদশ। বৈরী আবহাওয়া উপেক্ষা করে মাঠে নামে দুই দলের খেলোয়াড়েরা। নকআউট ভিত্তিক এ ম্যাচের প্রথমার্ধে কোনো গোল আসে না। দ্বিতীয়ার্ধে প্রথম গোল পায় মোমিনপুর টাইগারেরা। তবে তাদের দেওয়া গোলের জবাবে দুটি গোল করে জয় ছিনিয়ে নেয় পদ্মবিলা লায়ন একাদশ। উল্লেখ্য, নকআউট ভিত্তিক এ টুর্নামেন্টে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের সাতটি দল অংশগ্রহণ করবে। আগামী ১২ সেপ্টেম্বর একই মাঠে ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠান হবে বলে জানান আয়োজকেরা।