চুয়াডাঙ্গায় প্যাথেডিন ও গাঁজাসহ আটক-২

0
10

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদর থানা ও শহর ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে ২ জনকে গ্রেফতার করেছে। গতকাল বুধবার বিকেলে পৃথক স্থান থেকে প্যাথিডিন ইনজেকশন ও গাঁজাসহ তাদের গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার বিকেল ৫টার দিকে শহর ফাঁড়ি পুলিশের টিএসআই মুহিতুর রহমান সঙ্গীয় ফোর্সসহ পৌর এলাকার কানাপুকুর এলাকায় অভিযান চালান। এ সময় আলমডাঙ্গা উপজেলার এরশাদপুর গ্রামের আবুল হোসেনের ছেলে মিন্টু হোসেনকে (৩৫) গ্রেফতার করে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৫ পিস প্যাথেডিন ইনজেকশন। এদিকে বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদে ভিত্তিতে সদর থানার এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ সদর উপজেলার রাঙ্গিয়ারপোতা ঘোনাপাড়ায় অভিযান চালান। এ সময় ১০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেন জীবননগর উপজেলার শিংনগর গ্রামের আইয়ুব আলীর ছেলে ফরজ আলীকে (৪৫)। আজ বৃহস্পতিবার মাদকদ্রব্য আইনে মামলাসহ দুজনকে আদালতে সোপর্দ করা হতে পারে।