চুয়াডাঙ্গায় পৃথক অভিযানে গাঁজাসহ আটক-৫

0
8

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গার পৃথক স্থান থেকে গাঁজাসহ তিন মাদক কারবারীসহ ৫ জনকে আটক করেছে সদর থানা ও জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল বুধবার পৃথক সময়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুর ও নয় মাইল বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে অভিযানকারী দল। পরে ওই আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আটককৃতরা হলো- ইমন আলী (৩৪), রফিকুল ইসলাম (৫০), আব্দুস সালাম (৪০), বেল্টু (৩৫) ও সুজন হালদার (২৬)।
পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত ডিউটি করার সময় গোপন সংবাদের মাধ্যমে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের ওসি (তদন্ত) জানতে পারেন, জাফরপুর এলাকায় একটি ইজিবাইক গ্যারেজে দু’জন ব্যক্তি গাঁজা নিয়ে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ওসি (তদন্ত) আব্দুল খালেকসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ওই ইজিবাইক গ্যারেজ থকে জাফরপুর এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে রফিকুল ইসলাম ও মৃত চাঁদ আলীর ছেলে আব্দুর সালামকে আটক করেন। এসময় ওই গ্যারেজের পাশ থেকে একই এলাকার মৃত বিশারতের ছেলে বেল্টু ও লোকমান হালদারের ছেলে সুজন হালদারকে গাঁজা সেবন করতে দেখে হাতেনাতে আটক করেন। অভিযানের সময় গ্রেফতারকৃত এসকল আসামীদের শরীর তল্লাশী করে ২শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।
অপরদিকে, জেলা গোয়েন্দা পুলিশের এসআই আসলাম পারভেজসহ সঙ্গীয় ফোর্স চুয়াডাঙ্গা সদর উপজেলার নয় মাইল বাজারে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে নয় মাইল বাজারে যাত্রী ছাউনির সামনে থেকে ভুলটিয়া পিয়ারপুর গ্রামের গাজী উদ্দীনের ছেলে ইমন আলীকে আটক করেন। এসময় গ্রেফতারকৃত আসামীর শরীর তল্লাশী করে ১শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে অভিযানকারী দল। পরে গ্রেফতারকৃত এ সকল আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ তাদেরকে আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানায় থানা পুলিশ।