নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ায় পূর্বশত্রুতার জের ধরে সিরাজুল ইসলাম মিন্টু (২৮) নামের এক যুবককে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সকাল নয়টার দিকে ইসলামপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতলে ভর্তি করেন। আহত যুবক হলেন চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার সেরেগুল ইসলামের ছেলে, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সহসভাপতি, ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও বঙ্গবন্ধু প্রজন্ম লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
সিরাজুল ইসলাম মিন্টুর অভিযোগ সূত্রে জানা যায়, সাত মাস পূর্ব থেকে এলাকার কয়েকজন যুবকের সঙ্গে তাঁর বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত সোমবার সন্ধ্যায় এলাকার পারভেজ, রাব্বি, কবির, আলীহিমসহ আরও কয়েকজন তাঁকে ধারালো অস্ত্র দিয়ে জখম করার ভয় দেখান। গতকাল মঙ্গলবার সকালে ওই ব্যক্তিরা ইসলামপাড়া মোড়ে সিরাজুল ইসলাম মিন্টুর দোকানে এসে পিছন থেকে তাঁকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এ সময় তাঁর হাত, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতলে নিয়ে এলে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মিন্টুকে হাসপাতালের অপারেশন থিয়েটারে পাঠান। অপারেশন থিয়েটারে তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করে মিন্টুকে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখা হয়।
এদিকে, শেষ খবর পাওয়া পর্যন্ত আহত মিন্টুর পরিবারের পক্ষ থেকে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা করা হবে বলে জানা গেছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান জানান, ‘গতকাল সকালে ইসলামপাড়ায় এক যুববকে জখম করার ঘটনা সম্পর্কে জানতে পেরেছি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’