Home জেলার খবর চুয়াডাঙ্গায় পুষ্টি সমন্বয় কমিটির সভায় জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস

চুয়াডাঙ্গায় পুষ্টি সমন্বয় কমিটির সভায় জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস

চুয়াডাঙ্গায় পুষ্টি সমন্বয় কমিটির সভায় জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস

পুষ্টির উন্নয়নে কর্মপরিকল্পনা তৈরী করে কাজ করা হবে
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গায় জেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা পুষ্টি সমন্বয় কমিটির সভায় সিভিল সার্জন ও সদস্য সচিব ডা. খায়রুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ ইয়া খাঁন, পৌরসভার মেয়র এর প্রতিনিধি নার্গিস জাহান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক দীপক কুমার সাহা, জেলা মৎস্য কর্মকর্তা ড. মাহবুবুর রহমান তালুকদার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আওয়াল, জেলা সমাজ সেবা কর্মকর্তার প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, জেলা খাদ্য নিয়ন্ত্রক রেজাউল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যানের প্রতিনিধি শহিদুল ইসলাম শাহান, জেলা সমবায় কর্মকর্তার প্রতিনিধি আবু মোসা, আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ রানা, জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম, কেয়ার বাংলাদেশ এর সিডিএম রাবেয়া আখতার, এমএনএসপি’র কো-অর্ডিনেটর হোসনে আরা বেগম, প্রত্যাশার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন, এনটিভি প্রধিনিধি রফিকুল ইসলাম ও সিভিল সার্জন অফিসের স্যানেটারী ইন্সপেক্টর গোলাম ফারুকসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন ডা. খায়রুল আলম পাওয়ার পয়েন্টের মাধ্যমে জেলা পুষ্টি সমন্বয় কমিটি সম্পর্কে ধারণা তুলে ধরেন। ২০১৫ সালে জাতীয় পুষ্টি নীতি অনুমোদন হয়। আগামী ২০২৫ সালের মধ্যে মানসম্মত পুষ্টি গঠণের পরিকল্পনার কথা তুলে ধরেন।
জেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস বলেন, পুষ্টির উন্নয়নে কর্মপরিকল্পনা তৈরী করে কাজ করা হবে। যেহেতু এটি প্রথম সভা সেজন্য পরবর্তি সভায় কর্মপরিকল্পনা উপস্থাপন করে তা বাস্তবায়ন করা হবে। এ ব্যাপারে যার যার অবস্থান থেকে দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে।

 Save as PDF