চুয়াডাঙ্গায় পুলিশের অভিযানে গাঁজাসহ আটক-২

0
13

 

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা শহর ফাঁড়ি ও সদর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে গাঁজাসহ দু’জনকে আটক করেছে। গতকাল মঙ্গলবার পৌর এলাকার তালতলা পশুহাটপাড়া ও হকপাড়া থেকে তাদের আটক করা হয়। এ সময় আটককৃত আসামীদের কাছ থেকে ৪২ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আটককৃতরা হল- হকপাড়ার নিজাম উদ্দীন গেদা (৩৯) ও বুদ্দিমানপাড়ার সেলিম হোসেন (৩৪)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের এসআই ভবতোষ রায়সহ সঙ্গীয় ফোর্স তালতলা পশু হাটপাড়ায় অভিযান চালিয়ে হকপাড়ার আজগর আলীর ছেলে নিজাম উদ্দীন গেদাকে আটক করেন। এ সময় আটককৃত আসামীর কাছ থেকে ১২ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। অপরদিকে, শহর ফাঁড়ির টিএসআই মুহিতুর রহমানসহ সঙ্গীয় ফোর্স হকপাড়ায় অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে তাড়িয়ে ধরা হয় বুজরুকগড়গড়ী বুদ্দিমানপাড়ার সাইদুর রহমানের ছেলে সেলিমকে। গ্রেফতারকৃত আসামীর শরীর তল্লাশী করে ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। পরে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ তাদের আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানায় থানা পুলিশ।