চুয়াডাঙ্গায় ধর্ষণের অভিযোগ: সুজিত আটক

0
9

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গায় ধর্ষণের অভিযোগে বড়বাজার পাড়ার সুজিত কর্মকার (২০) নামের একজনকে আটক করেছে সদর থানা পুলিশ। গতকাল শনিবার সকাল ১১টার দিকে ধর্ষণের শিকার ওই কলেজ ছাত্রী থানায় লিখিত অভিযোগ দিলে দুপুর ২টার দিকে বড় বাজার পুরাতন গলির জে এস হার্ডওয়ার থেকে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শারীরিক সম্পর্কের বিষয়টি স্বীকার করে অভিযুক্ত সুজিত।
অভিযোগ সূত্রে জানা যায়, বড়বাজার পাড়ার পূজাতলার পাশে পিতৃহীন এক কলেজ ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে একই এলাকার সঞ্জিত কর্মকারের ছেলে সম্প্রতি এসএসসি পরীক্ষা দেওয়া সুজিত কর্মকারের। গত ৪/৫ বছর ধরে চলছিলো তাদের এই সম্পর্ক। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই কলেজ ছাত্রীর সাথে বেশ কয়েকবার শারীরিক সম্পর্ক করে আটক সুজিত। পরে মেয়েটি বিয়ের প্রস্তাব দিলে, তাকে এড়িয়ে চলার চেষ্টা করে সে।
গত শুক্রবার গভীর রাতে ম্যাসেঞ্জারের মাধ্যমে বাড়ির পাশে ডেকে আবারো ধর্ষণ করে ওই মেয়েটিকে। পরে ওই কলেজ ছাত্রী ধর্ষণের বিষয়টি তার মা’কে জানালে গতকাল সকাল ১১টার দিকে সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। পরে সদর থানা পুলিশের একটি টিম গতকাল দুপুরে বড়বাজার পুরাতন গোলির জে এস হার্ডওয়ার থেকে তাকে আটক করে। পরে গতকালই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ওই মেয়েটির ডাক্তারী পরীক্ষাও সম্পন্ন করা হয়।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ওসি (তদন্ত) আব্দুল খালেক সময়ের সমীকরণকে বলেন, বড়বাজার পাড়ার এক কলেজ ছাত্রী একই এলাকার সুজিত কর্মকারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করলে, দুপুর ২টার দিকে অভিযুক্ত সুজিতকে আটক করে থানা পুলিশ। একই সাথে ওই মেয়েটির ডাক্তারী পরীক্ষাও সম্পন্ন করা হয়। গ্রেফতার সুজিতকে আজ আদালতে সোপর্দ করা হবে।