চুয়াডাঙ্গায় চুরি হওয়া টায়ারের দোকানে হামলা ও ভাঙচুরের ঘটনা প্রায় দেড় লাখ টাকা লুটের অভিযোগ!

0
10

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা পৌর শহরের সিএন্ডবি অফিসের সামনে টায়ারের দোকানের ক্লপসিবল গেট ও সাটারের তালা কেটে দুঃসাহসিক চুরির ঘটনায় সন্দেহভাজন একই এলাকার পুন্টু (২৬) দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ওই দোকানে হামলা চলিয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে হামলাকারী দোকানের আসবাবপত্র ভাঙচুরসহ সারাদিনের কালেকশনের ১ লাখ ৩০ হাজার টাকা লুট করে নিয়েছে বলে অভিযোগ করেছে দোকানি।
দোকানের মালিক নূর আলম তরফদার জানান, গত মঙ্গলবার দিবাগত রাতে তার দোকানের ক্লপসিবল গেট ও সাটারের তালা কেটে ১২ লাখ টাকার টায়ারসহ নগদ ৪০ হাজার টাকা চুরি হয়ে যায়। এই ঘটনায় একই এলাকার মুক্তারের ছেলে ছিচকে চোর নামে পরিচিত ট্রাক ড্রাইভার পুন্টুকে সন্দেহ করে অনেকে। পুন্টুকে সন্দেহর বিষয়টি জানাজানি হলে গতকাল বিকেলে দেশীয় ধারালো রামদা নিয়ে টায়ারের দোকানে হামলা চালায় সে। এ সময় এলোপাতাড়ি কোপ মেরে গ্লাসের দরজা টেবিলের গ্লাসসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুরকরাসহ দোকানের কর্মচারীকে ভয় দেখিয়ে সারদিনের কালেকশনের ১ লাখ ৩০ হাজার টাকা লুট করে পালিয়ে যায় পুন্টু।
এদিকে মঙ্গলবার দিবগত রাতে চুরির বিষয়টি পরদিন বুধবার থানা পুলিশকে জানালে, থানা পুলিশ চোর ধরাসহ চুরি হওয়া মালামাল উদ্ধার করার জন্য তাদের মতো কাজ শুরু করে। এ ঘটনায় সন্দেহের তালিকায় থাকা নৈশ্য প্রহরী একই এলাকার ঠান্ডুকে স্থানীয়রা জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, ওই রাতে একই এলাকার ছিচকে চোর নামে পরিচিত ট্রাক ড্রাইভার পুন্টুকে ঘোরাফিরা করতে দেখে। ২৫ থেকে ৩০টি টায়ার ট্রাক ছাড় নেওয়া সম্ভব না। তাছাড়া পরিচিত কারো সহযোগীতা ছাড়া এ ধরনের চুরি বাইরের লোক দ্বারা সম্ভব নয় বলে পুন্টুকেই বেশি সন্দেহ হয় স্থানীয়দের।
উল্লেখ্য, গত মঙ্গলবার দিবাগত রাতে চুয়াডাঙ্গা পৌর শহরের সিএন্ডবি অফিসের সামনে তরফদার মটরস নামে একটি টায়ারের দোকানে ক্লপসিবল গেট ও সাটারের তালা কেটে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। পরদিন বুধবার সকাল ৯টার দিকে দোকানের ক্লপসিবল গেট ও সাটারের তালা খোলা দেখে ম্যানেজার তাকে ফোনদিয়ে চুরির ঘটনা জানায়। এ সময় তিনি দোকানে এসে দেখেনে ট্রাকের ১ হাজার ২০ মাপের ২৫টি টায়ার নেই, যার বাজার মূল্য ১২ লাখ টাকা। এছাড়াও দোকানের ড্রায়ার ভঙ্গে নগদ ৪০ হাজার টাকা নিয়ে যায় সংঘবদ্ধ ওই চোরের দল। পরে ওই চুরির বিষয়টি চুয়াডাঙ্গা সদর থানায় জানালে থানা পুলিশ কয়েকবার ঘটনাস্থল পরিদর্শন করে এছাড়া চোর ধরাসহ চুরি হওয়া মালামাল উদ্ধারের জন্য তাদের মতো করে কাজ শুরু করে।