চুয়াডাঙ্গায় চিকিৎসক ও নার্সসহ ২১ জনের নমুনা সংগ্রহ 

0
10

নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক ও নার্সসহ ২১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে করোনা ভাইরাস পরীক্ষার জন্য।

আজ বুধবার (২২ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ব্লাড ব্যাংকে এ নমুনা সংগ্রহ করা হয়।

নমুনা সংগ্রহের পর পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠানো হয়েছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের অবাসিক মেডিকেল অফিসার ডা. শামিম কবির বলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর গ্রামের এক বৃদ্ধ কিডনি জনিত সমস্যা নিয়ে সদর হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ৬ এপ্রিল থেকে চিকিৎসাধীন ছিল। ১৩ এপ্রিল ঢাকাতে চিকিৎসার জন্য গেলে সেখানে করোনা টেস্ট করালে রিপোর্ট পজিটিভ আসে।

বৃদ্ধ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন থাকায় ২ জন চিকিৎসক, ৬ জন নার্সসহ অন্য স্টাফরা করোনা টেস্ট করানোর জন্য নমুনা দেন। সদর হাসপাতালের ব্লাড ব্যাংকে মঙ্গলবার নমুনা সংগ্রহ করা হয় ২১ জনের।

নমুনা পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্মবিদ্যালয়ের ল্যাবে পাঠানে হয়েছে।

উল্লেখ্য, করোনা ভাইরাসে আক্রান্ত চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর গ্রামের সেই বৃদ্ধ বর্তমানে ঢাকার কুর্মিটলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ২১ এপ্রিল থেকে। ১৮ এপ্রিল ঢাকা থেকে ফিরে আসেন তিনি চুয়াডাঙ্গায়।