নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গায় সপ্তাহব্যাপি আয়কর মেলা-২০১৮ শেষ হয়েছে। চুয়াডাঙ্গায় এবারের আয়কর মেলায় রেকর্ড পরিমাণে রাজস্ব আদায় হয়েছে। গতবছরের তুলনায় মেলায় রির্টান সংখ্যাও বেশি জমা পড়ার সাথে সাথে আদায়কৃত করের পরিমাণও বেশি। এবারে চুয়াডাঙ্গা জেলা পর্যায়ে সপ্তাহব্যাপি আয়কর মেলায় ১৬৫০ টি রির্টান জমার প্রেক্ষিতে আদায়কৃত কর হয়েছে ৪৬ লাখ ৩৩ হাজার ৮৩৩ টাকা। গতবছর মেলায় রির্টান জমা পড়েছিল ১০৩৩টি এবং কর আদায় হয়েছিল ৩৫ লাখ ৮৯ হাজার ২২৬ টাকা। এবারে মেলার প্রথম দিন ১৬ নভেম্বর ৪১০টি রির্টান জমার প্রেক্ষিতে ৯ লাখ ৪ হাজার ৭৮৬ টাকা, ২য় দিন ১৭ নভেম্বর ২৬২ রির্টানের প্রেক্ষিতে ১০ লাখ ৭৭ হাজার ৯৬২ টাকা, ৩য় দিন ১৮ নভেম্বর ৩২৩ টি রির্টানের প্রেক্ষিতে ৭ লাখ ১৪ হাজার ৪৬৫ টাকা এবং মেলার ৪র্থ দিনে ৬৫৫ টি রির্টানের প্রেক্ষিতে ১৯ লাখ ৩৬ হাজার ৬২০ টাকা আয়কর আদায় হয়েছে। চুয়াডাঙ্গার সহকারি কর কমিশনার উপল বিশ্বাস জানান, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত করদাতারা মেলায় তাদের ২০১৮-২০১৯ সালের রিটার্ন জমা দেওয়ার সুযোগ পেয়েছিলেন। চুয়াডাঙ্গায় অন্যবারের থেকে কর মেলায় এবার রির্টান জমাদানকারি এবং আয়কর জমার পরিমাণ বেশি। কর ভীতি দূর হয়েছে। মানুষ উৎসাহী হয়ে এবার কর প্রদান করছেন। আশাকরি সামনে কর প্রদানকারীর সংখ্যা আরো বাড়বে।