চুয়াডাঙ্গায় গাঁজাসহ সাতগাড়ির বিপুল আটক

0
7

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে সাতগাড়ির বিপুল হোসেন (২২) নামের একজনকে গাঁজাসহ আটক করেছে। গতকাল বুধবার বিকাল ৬টার দিকে হোমিওপ্যাথি কলেজ রোড থেকে তাকে আটক করা হয়। এসময় গ্রেফতরকৃত আসামীর কাছ থেকে ১শ’ গ্রাম গাঁজা উদ্ধারপূর্বক তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দয়ের করে সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই আসলাম পারভেজসহ সঙ্গীয় ফোর্স পৌর শহরের বেলগাছি এলাকার হোমিওপ্যাথি কলেজের অদূরে অভিযান চালায়। অভিযানকালে পাঁকা রাস্তার উপর থেকে সাতগাড়ি উত্তরপাড়ার মনির হোসেনের ছেলে বিপুল হোসেনকে আটক করেন। এসময় তার দেহতল্লাশী করে উদ্ধার করা হয় ১শ’ গ্রাম গাঁজা। পরে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।